Layers, not smokescreens

Anthropocene has become a byword or rather a useful handmaiden for every critic or artist who wishes to examine contemporary art, setting it against a referential framework. Fahad Hasan Kazmee's narrative display of works that made up the exhibition, Layers, more akin to installation in both flavor and intent, seemed to weave a symbolic quilt-work of known signifiers of the Anthropocene. When man turns self-destructive: An era of human evolution or its lack thereof. But his ecosystem is somewhat inverted and it reads like a map of the interior, a psychic cartography of an urban landscape. A young artist from Chittagong, whom I had run into during JOG Art Space's Cheragee Art Show, came across as an artist who was intuitive and sensitive to his environment. His presentation at that particular street art show stood out in its clarity of understanding of the relationship between art and the space it inhabits. Also striking was his choice of palette, intense fauvist colors sending powerful signals down the neuro-optical pathways, jarring the senses. We saw the same colors popping up in this exhibition with Prussian blue dominating most of the scenography. Could it be a metaphor representing the neurosis that eats away at the urban psyche? That aside, the entire exhibition had a strong retinal quality that demanded close reading as the eyes juggled with multi-toned textures, the architectural marriage of materials and images. The "gaze" traversed a rugged terrain or tiptoed around a minefield, inscribed with hieroglyphics from the Culture Industry layered upon each other to mimic a landscape of dystopia, of foreboding. He seemed haunted by nightmarish visions of high rises, towers, a jumble of cars, skulls, and bones, and the nihilistic symbolism of guns, held together with "spider-nets" as if the fragile crust of the plundered Earth would hardly survive another spin on its axis! Herald of an end-game, geo-biological clock ticking away to a distant drumbeat of doom! He built his hyper-reality which every man/woman of this time shares with one another. His self-portraits or photographs stared out of the flat-screen of the canvases amid collages of eyes staring or covered, to hang like a listless clue dispelling the divide between the viewer and the viewed. Gaze meeting gazes in an eternal repeat of the seen. Or, in replication of the existential pathos that lies deep in the question, to be or not to be. How else would it be if it were not this way? Something that eluded the wit but remained a constant niggle through a desire to fathom. In one work, the cycle of commodity that encompassed both natural and man-made objects hovered over the precipice of a daanbaksho, a donation box, in an obvious reference to consumerist capitalism's Centre-periphery nexus. But, one must acknowledge the poetic sensibility with which he dealt with his contents or texts presented in a symbiosis of materials, contrasting and varied. The talented young breed of artists from Chittagong, namely Sharad, Shimul, Ripon and to some extent, even the veteran Dhali came to mind, especially while considering how the trajectory they covered seemed to have found a legacy in Kazmee's works, though his play with materials, techniques, and imagery left a distinct mark on his creations that captured a quiet sensorium of a world gone wrong. Layers ran its course through October 27 - November 21 at Kalakendra. Sharmillie Rahman, art critic Arts & Letters DHAKA TRIBUNE THURSDAY. DECEMBER 7, 2017

শিল্পে জীবনের স্তরবিন্যাস

চারটি ক্যানভাসকে জোড়া দিয়ে ভিন্ন ভিন্ন মাধ্যমে হলুদ রঙের মুখায়বের ওপরে আাঁকা হয়েছে কালো মোটা ফ্রেমের চশমা।কোন ক্যানভাসের মুখায়বের পিছনে বার্ড আই ভিউতে নগরের দৃশ্যায়ন, কোনটিতে আগুনে পোড়া বিন্দু বিন্দু ফর্ম, আবার কোনটিতে অসংখ্য পাসপোর্ট সাইজের ছবি, স্কালস, এক্রেলিক কালার প্লেটের নানা রঙের স্ট্রোক।ফাহাদ হাসান কাজমির ‘কনসোলিডেটেড’ শিরোনামে দৃশ্যচিত্রের মুখায়বগুলো কঠোর আর বিষণ্ন। এই বিষণ্নতার মধ্য থেকে যেন বেরিয়ে আসছে বিজ্ঞাপনের আলোর হলুদ আভা। গত ৪ জানুয়ারি বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের বাদশা মিয়া সড়কের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের শিল্পী রশিদ চৌধুরী আর্ট বিকেল সাড়ে চারটায় ফাহাদ হাসান কাজমির ১০ দিনব্যাপি শিল্পকর্মের প্রদর্শনীতে স্থান পেয়েছিল চিত্রকর্মটি।২৭টি পেইন্টিং, ১৭টি ড্রইং ও দুইটি স্থাপনা শিল্প নিয়ে ‘লেয়ারস’ শিরোনামে এই প্রদর্শনীতে স্থান পাওয়া প্রায় সব শিল্পকর্মে নির্দিষ্ট কোন কেন্দ্রবিন্দু নেই বললেই চলে। কোলাজ, কাঠ, বাঁশ, কাগজ, জলরং, এক্রেলিক, তেলরং ও রেডিমেট অবজেক্ট ব্যবহারে সমাজ, রাজনীতি, যুদ্ধ, মানুষ ও নাগরিক জীবনের নানান গল্প স্তরে স্তরে শিল্পের ভাষা হয়ে উপস্থিত হয়েছে দর্শকের সামনে।ক্যানভাসে আকার পরিবর্তন করে কখনো স্তরের ওপরে স্তরে গাঢ় রঙের বিন্যাসে, ইমেজের ওপর ইমেজ ফেলে কিংবা জোড়া দিয়ে, আবার কখনো রেডিমেট অবজেক্ট ব্যবহারে কাজমির দ্বিতলের ক্যানভাস হয়ে ওঠেছে ত্রিমাত্রিক।ফেলে দেওয়া বর্জিতাংশকে সংগ্রহ করে ভাবনা, অভিজ্ঞতা দিয়ে মূর্ত, বিমূর্তরূপে উপস্থাপন করেছেন তাঁর প্রতিটি শিল্পকর্মে। গ্যালারিতে স্থান পাওয়া একটি শিল্পকর্মের নাম ‘বিস্মৃতি দুই’।শিল্পকর্মটিতে দেখা যায়, সুউচ্চ টাওয়ার্স, নগরের স্থাপনা, মিশরীয় হায়ারোগ্লিফিক, খেলনা বন্দুক, রেসিং সাইকেলের চাকা, হেলিকপ্টার, দান বক্স, ভিনসেন্ট ভ্যান গগের স্টারি নাইট, পশু, পাখি, মানুষের এনাটমি ও মস্তিক। নানান ইমেজের প্রতীক ব্যবহারে মানুষের যাপিত জীবনের স্বত্তার সঙ্গে দর্শকের সংযোগ ঘটানোর চেষ্টা করেছেন শিল্পী।পরিমিতি কমলা, নীল, কালো ধূসর রঙের পাশাপাশি ক্যানভাসে জুড়ে দিয়েছেন রেডিমেট অবজেক্ট। যা দর্শককে ফেলে দেয় নানান আত্মজিজ্ঞাসার মুখে। সাবান-পানি দিয়ে তৈরি বুঁদ বুঁদ যেমন বেশিক্ষণ স্থায়ী হয় না। তেমনি প্রতিদিন মানুষের হাজারো ছোট ছোট চিন্তাও হারিয়ে যায় বাতাসে। এই ভাবনাটিকে বিষয় করে কোলাজ মাধ্যমে শিল্পকর্মের হিসেবে উপস্থাপন করেছেন শিল্পী।সমকালীন নানা ঘটনার অভিজ্ঞতাকে বিষয় করেছেন তিনি। সাদা প্লাস্টিকের প্লেটে বিভিন্ন ইমেজকে জোড়া দিয়ে এক্রেলিক রঙে ব্যবহারে শিল্পকর্মটিতে তুলে ধরা হয়েছে নারী, ধ্যান, সুন্দরবন, ফ্যাশন, বিশ্বায়ন ও যুদ্ধ।শিল্পকর্মটি কোনো বিনোদন নিয়ে দর্শকের সামনে হাজির হয়নি বরং যন্ত্রণা–ক্ষত চিত্রের কবিতার অনুবাদ। প্রদর্শনীর কিউরেটর ছিলেন শিল্পী ওয়াকিলুর রহমান।উদ্বোধন করেন শিল্পী আবুল মনসুর। অতিথি ছিলেন শিল্পী ঢালী আল মামুন, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক শায়লা শারমিন ও অনুবাদক আলম খোরশদ। প্রদর্শনী চলবে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত। মুজিবুল হক, চট্টগ্রাম প্রথম আলো ১১ জানুয়ারী,২০১৮ (বৃহস্পতিবার)